অমরেশ দত্ত জয়ঃ
চাঁদপুর শহরের ‘রস বিলাস‘ কে ইচ্ছেমতো খাদ্য সামগ্রীর প্যাকেটে দাম বসানোসহ নানা অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২৭শে আগষ্ট বৃহস্পতিবার এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
এ ব্যপারে তিনি জানান, অস্বাস্থ্য পরিবেশে মিস্টি, ছানা, দধি ও বিস্কুট তৈরির দ্বায়ে রস বিলাস কে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তারা শহরে অবস্থিত 'রস বিলাস'-এ মিস্টি, দধি, ছানাসহ অন্যান্য খাদ্যদ্রব্য ঢাকনা বিহীন রাখতো। এতে করে মাছিসহ বিভিন্ন জীবাণু প্রবেশ করতো। শুধু তাই নয় এই প্রতিষ্ঠান কর্তৃক খাদ্য তৈরি কাজে নিয়োজিত কর্মচারীগণ নির্ধারিত পোষাক না পরিধান করেই খাদ্য তৈরি করতো।
তিনি আরো জানান, তাদের করখানা কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছে মতো খাদ্য সামগ্রীর প্যাকেটে মেয়াদ বসিয়ে দিতো। যা ভোক্তা সাধারণের অর্থ স্বাস্থ্য ও জীবন মানের ক্ষতিকর।তাই মুসলিম সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এই কারখানার কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদানপূর্বক আদায় করা হয়েছে। এ সময় তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com