কচুয়া উপজেলা পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মো: শাহাজান শিশিরের দ্রুত কারামুক্তির দাবীতে ঢাবিতে কর্মরত কচুয়ার শিক্ষক, শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন। - ছবি মানব খবর
জিসান আহমেদ নান্নু,কচুয়া ॥
কচুয়া উপজেলা পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মো: শাহাজান শিশিরের দ্রুত কারামুক্তির দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে (ঢাকায় অবস্থানরত বর্তমানে কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলপর্যায়ে দায়িত্বরত আছেন এমন এবং অবশ্যই কচুয়া উপজেলার সন্তান) নেতাকর্মীদের ব্যানারে আয়োজিত টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে হওয়া এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী বাণী ইয়াসমিন হাসি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুজ্জামান তারেক, সাবেক ছাত্রলীগ নেতা মুহিবুল্লাহ মাহি, দৈনিক জাগরনের কার্যকরী সম্পাদক-সাবেক ছাত্রনেতা এফ এম শাহীন,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হাসান জাহাঙ্গীর সুজন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ শরীফ-সহ বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মী এবং উপজেলার ঢাকাস্থ বেশ কয়েকজন পেশাজীবী মানুষ।
প্রতিবাদী মানববন্ধন শেষে বক্তব্যে বক্তারা অবিলম্বে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মো: শাহাজান শিশিরের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং আগামী ১৫ কার্যদিবসের মধ্যে শাহাজাহান শিশিরের নিঃশর্তে মুক্তি দাবী করেন তারা।
উল্লেখ্য, কচুয়ার কৃতি সন্তান মো: শাহজাহান শিশির বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক, ঢাকা বিশ^বিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। মো: শাহাজান শিশিরকে দলের এবং দেশরত্ন শেখ হাসিনার দুঃসময়ের পরীক্ষিত কর্মী হিসেবে উল্লেখ করে সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম এবং বাণী ইয়াসমিন হাসি উভয়ই বলেন, আজকে শিশির কাল হয়তো আমি বা আপনি যে কেউ হতে পারে! সুতরাং দলের সুসময়ের জুড়ে বসা মানুষগুলোর কাছে, আপার দুঃসময়ের কর্মীরা জিম্মি...এটা মেনে নেওয়া সত্যিই কষ্টের । সভাস্থল থেকে শাহাজান শিশির প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ দাবী করেন বক্তারা এবং প্রকৃত দোষীদের বিচারের দাবীও করেন তারা । কচুয়ার সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ভূঁইয়া মোঃ ফয়েজউল্লাহ মানিক মানববন্ধন শেষে এই প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com