কচুয়া: কচুয়া উপজেলা বিদ্যুতায়নের শতভাগ হওয়ায় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন চাঁদপুর-১ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান তৌহিদুল ইসলাম খোকা।
জিসান আহমেদ নান্নু,কচুয়া ॥
শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এর আওতায় চাঁদপুরের কচুয়া উপজেলা শতভাগ বিদ্যুাতায়নের আওতাভূক্ত হওয়ায় কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে। বুধবার বিকালে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ আওতায় কচুয়া জোনাল অফিসে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কচুয়া পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুর-১ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান তৌহিদুল ইসলাম খোকা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এজিএম (কম) সিজান আহমেদ,কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, প্রিয়তোষ পোদ্দার,সহ-সভাপতি মানিক ভৌমিক ও কার্যনির্বাহী সদস্য হাবিব উল্যাহ হাবিব প্রমুখ। এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান,সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম,সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক,সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু,যুগ্ন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন,সাংগঠনিক সম্পাদক সুজন পোদ্দার,কার্যনির্বাহী সদস্য মে: সফিকুল ইসলাম মোল্লাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com