প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০২০, ১১:১৪ অপরাহ্ণ
চাঁদপুরে কোষ্টগার্ড কর্তৃক সাড়ে ৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
অমরেশ দত্ত জয়ঃ
চাঁদপুর পুরানবাজারের ডালপট্টি এলাকা হতে বিসিজি স্টেশন চাঁদপুর ও বিসিজি আউট পোষ্ট হাইমচরের সমন্বয়ে ৩ দোকান হতে প্রায় সাড়ে ৩ কোটি টাকা সমমূল্যের ১০ লক্ষ ২৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
১৯শে আগষ্ট বুধবার দুপুরে এ তথ্য জানা যায়।এদিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড স্টেশান চাঁদপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমসিপিও(এক্স)(সিডি) এম ইছাক আলী।তিনি জানান,আমরা গোপন সংবাদের ভিত্তিতে ৩ কোটি ৫৮ লক্ষ ৫ হাজার টাকা সমমূল্যের ১০ লক্ষ ২৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জব্দ করেছি।আমাদের এই অভিযানে আমাদের হাইমচরের কন্টিনজেন্ট কমান্ডার পেটি অফিসার এম. এমদাদুল হক,পেটি অফিসার এম এ মতিন,এম নাসির উদ্দিন,এল এস এম আরিফ সহ অন্যান্যরা অংশ নেন।তিনি আরো জানান,পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জালের বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।আর তার নির্দেশে সম্পূর্ণ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।এর সাথে জড়িত ৩ জন হতে নগদ ১৩ হাজার টাকা অর্থদন্ডও আদায় করা হয়েছে।এ সময় সহকারী মৎস অফিসার উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com
Copyright © 2024 Manob khabor. All rights reserved.