শাহরাস্তি প্রতিনিধি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে শাহরাস্তির কুলশীতে মেসার্স বিসমিল্লাহ ব্রিকস এর উদ্যোগে বটতলায় আলোচনা সভা,মিলাদ দোয়া ও প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে সহস্রাধিক ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
শনিবার বিকাল ৪ টার সময় মেসার্স বিসমিল্লাহ ব্রিকস এর ব্যবস্হাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম দুলালের সার্বিক তত্বাবধানে এ সময় বক্তব্য রাখেন,শাহরাস্তি উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী, বৃহত্তর টামটা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ নূরে আলম ভূঁইয়া, টামটা দঃ ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা মোঃ তাজুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম দুলাল পাটওয়ারী , ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আবুল কালাম আজাদ ,আওয়ামী লীগ নেতা মোঃ রফিক।
টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ঈমান হোসেনের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা,স্হানীয় ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম,আরাফাত,ফিরোজ আহম্মদ।এছাড়া ও অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওঃ মোঃ সাইফুল ইসলাম এবং মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওঃ মোঃ নোমান হোসেন।