ক্যাপশন : হাজীগঞ্জে মা হারা জমজ শিশুর বাবার হাতে পাঁছ হাজার টাকা তুলে দেন ইউএনও বৈশাখী বড়ুয়া। পাশে শিশু মদিনা ও মরিয়ম।
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মা হারা মদিনা ও মরিয়ম নামের দুই জমজ শিশুর পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া। রোববার দুপুরে তিনি শিশু খাদ্য কেনার জন্য জমজ শিশুর বাবার হাতে পাঁছ হাজার টাকা তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। মদিনা ও মরিয়ম উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ফকির বাড়ির মুনছুর আলীর সন্তান।
এর আগে শিশুদের খাদ্য সামগ্রী ক্রয়ের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন সাংবাদিক খালেকুজ্জামান শামীম। এরপর ইউএনও বৈশাখী বড়ুয়া বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি আর্থিক সহযোগিতা করেন। এ ছাড়াও সহযোগিতার হাত বাড়িয়ে দেন, প্রবাসি সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়, শিক্ষক আবদুল কাইয়ুম, মাহবুব, নাজমুল হাছান, এনায়েত উল্যাসহ আরো অনেকে।
চলতি বছরের ১৭ এপ্রিল মদিনা ও মরিয়ম পৃথিবীতে আলোর মুখ দেখে। কিন্তু জন্ম নেয়ার কিছুক্ষনের মধ্যে মা আরমিতা বেগমকে হারান দুই শিশু। আর বাবা মুনছুর আলী শিশুদের সময় দিতে গিয়ে চাকুরীটাও হারান। তাছাড়া করোনার কারনে কোন কাজ-কর্ম না থাকায় শিশু খাদ্য কিনতে না পারায় দিশেহারা হয়ে পড়েন বাবা। বিষয়টি জানতে পেরে ফেসবুকে তুলে ধরেন সাংবাদিক খালেকুজ্জামান শামীম।
মদিনা ও মরিয়মের বাবা মুনছুর আলী জানান, তিনি সাত হাজার টাকা বেতনে ঢাকায় একটি ফ্যাক্টরীতে চাকুরী করেন। গত ১৭ এপ্রিল জমজ সন্তান জন্মদানের কয়েক ঘন্টার পরেই স্ত্রী আরমিতা বেগম মারা যান। এরপর তিনি মা হারা শিশুদের সময় দিতে গিয়ে সেই চাকুরি হারান।
তিনি বলেন, বাজার থেকে শিশু খাদ্য কিনে তিনি বাচ্ছাদের খাওয়ান। কিন্তু চাকুরী এবং করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে গত চার-পাঁচ মাস কোন কাজ না থাকায় তিনি বেকার হয়ে পড়েন। তাই টাকার অভাবে গত কয়েকদিন যাবৎ শিশু মদিনা ও মরিয়মের জন্য খাদ্য সামগ্রী কিনতে পারেননি। এ সময় তিনি ইউএনও’সহ অন্যান্য সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com