প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৮, ২০২০, ১০:০৩ পূর্বাহ্ণ
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইকরাম চৌধুরী আর নেই
অমরেশ দত্ত জয়ঃ
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি,চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরী(৫৭) আর নেই।তিনি ৮ই আগষ্ট শনিবার ভোর সাড়ে ৪ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।( ইন্নানিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজেউন)।বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই সাংবাদিক শরিফ চৌধুরী।তিনি জানান, ইকরাম ভাইয়ের মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী ও ডায়াবেটিস রোগসহ জটিল রোগে ভুগছিলেন।মৃত্যুকালে ইকরাম ভাই স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে আমাদের ৫ ভাই ৩ বোনসহ বহু আত্মীয়,সহকর্মী ও শুভাকাঙ্খী রেখে গেছেন। জানা গেছে,ইকরাম চৌধুরীর বাড়ী ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের শোশাইর চর গ্রামে। তার পিতা ছিলেন মরহুম দেলোয়ার হোসেন চৌধুরী।যিনি অবসর প্রাপ্ত মহকুমা শিক্ষা অফিসার। তাঁরা দীর্ঘকাল যাবৎ চাঁদপুর শহরের নাজির পাড়া এলাকায় বসবাস করছেন। ইকরাম চৌধুরীর বড় ভাই মুনির চৌধুরী জানান, ঢাকা থেকে মরহুমের লাশ সরাসরি তাদের নাজির পাড়ার বাসায় আনা হবে। বাদ আছর বিকাল সাড়ে ৫ টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এর পূর্বে মরহুমের প্রাণের সংগঠন চাঁদপুর প্রেসক্লাবে বিকাল ৩ টায় তাঁর কফিন আনা হবে। তার পারিবারিক ভাবে আরো জানানো হয়েছে, মরহুমের একমাত্র ছেলের ইচ্ছে তার বাবার কফিনে যাতে কেউ শ্রদ্ধা জানাতে গিয়ে ফুল না দেন। শুধু আত্মার মাগফিরাত কামনায় সবাই যার যার অবস্থান থেকে যেন শুধু দোয়া করেন।এদিকে ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাব,টেলিভিশন
সাংবাদিক ফোরাম,ফটো জার্নালিস্ট এসোসিয়েশন,চাঁদপুর জেলা অনলাইন রিপোর্টাস ক্লাব সহ সাংবাদিক ও সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।এক শোকবার্তায় নেতৃবৃন্দগণ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com
Copyright © 2024 Manob khabor. All rights reserved.