প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ণ
হাজীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ দোকান পুড়ে ছাই
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে কয়েকটি গোডাউনসহ ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২ আগস্ট) দিবাগত রাত দেড়টায় হাজীগঞ্জ পূর্ববাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ধারনা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখি বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন রাতে ফাতেমা এন্টার প্রাইজের গোডাউন ও ক্বারী সফি উল্যাহর দোকান ঘরে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। এর মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং প্রায় একশ ফুট উচ্চতায় আগুনের লেলিহান শিখা দেখা যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু আগুনের ভয়াবহতার কাছে তারা অসহায় হয়ে পড়ে। পরে তাদের সাথে যোগ দেয় চাঁদপুর সদর, কচুয়া ও শাহরাস্তি উপজেলার ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের এই চারটি ইউনিট, ব্যবসায়ী সমিতি ও স্থানীয় মানুষের সহযোগিতায় তিন ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষনে কয়েকটি গোডাউনসহ কমপক্ষে ১৫টি দোকানঘর ও কয়েক কোটি মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে হাজীগঞ্জ থানা পুলিশ।
এদিকে আগুনে সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মুক্তা এন্টার প্রাইজ, আয়না ঘর, মেসাস অনিল সাহা, পাটওয়ারী ফার্মেসি ও ফেরদৌসের ফার্নিচারের সত্ত্বাধীকারীরা। তাদের প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়।
এছাড়াও তফু ও মান্নানের কুটির শিল্পের দোকান, রাশেদ গাজী ও সুমনের পোষা প্রানী এবং খাদ্যের দোকান, জাহাঙ্গীর স্টোরসহ আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায় ।
এ বিষয়ে বাজার ব্যবসায়ীর সমিতির সভাপতি আসফাকুল আলম চৌধুরী ও সাধারন সম্পাদক হায়দার পারভেজ সুজন জানান, এমনিতেই করোনা মহামারিতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ক। তার মধ্যে আগুন লেগে কয়েকজন ব্যবসায়ী নিঃস্ব হয়েছেন।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা রুবেল হোসেন জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয় । তিনি বলেন, আগুনের সূত্রপাত চিহৃিত ও ক্ষতির পরিমান নির্ধারনে আমরা কাজ করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়া বলেন, জেলা প্রশাসক স্যার আগুনের বিষটি সার্বক্ষনিক মনিটরিং করেছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তা করা হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com
Copyright © 2024 Manob khabor. All rights reserved.