মানব খবর রিপোর্টঃ
ঢাকা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান মাহির উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। সোমবার (২৮) জুন দিনব্যাপী শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণসহ তৎসংলগ্ন এলাকায় এই চারাগাছ রোপন করা হয়।
‘মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান এই শ্লোগানে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার অংশ হিসেবে এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
ঢাকা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান মাহির নেতৃত্বে শতাধিক চারাগাছ রোপণকালে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মাহির বলেন মুজিব বর্ষের তিন মাসব্যাপি এই কর্মসূচির অংশ হিসেবে আজ আমি বিভিন্ন চারা গাছ রোপন করেছি। আশা করি বাংলাদেশ ছাত্রলীগের এক কোটি বৃক্ষ রোপনের এই কর্মসূচি সফল হবে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষের বিভিন্ন ধরনের কর্ম সূচির উদ্যোগ গ্রহন করেছেন। আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবো।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com