গাজী মমিন, চাঁদপুর ফরিদগঞ্জ :
প্রেসক্লাব ফরিদগঞ্জ’র সহ-সভাপতি সাংবাদিক আলী হায়দার পাঠান টিপু’র মা নজিবের নেছার জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ শে জুন) বিকাল ৪ টা ৫০ মিনিটে ফরিদগঞ্জ পৌর সদরের কাছিয়াড়া গ্রামে নিজ বাড়ীতে ইন্তোকল করেন তিনি (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার রাত সোয়া ১০ টার সময় জানাযা নামাজ শেষে তাকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
মরহুমা নজিবের নেছা বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম’র ছোট ফুফু ছিলেন।
মৃত্যুকালে নজিবের নেছা ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্বামী ইয়াছিন পাঠান প্রায় ৩৩ বছর পূর্বে ইন্তেকাল করেন।
এদিকে প্রেসক্লাব ফরিদগঞ্জের সহ-সভাপতি আলী হায়দার পাঠান টিপুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সংগঠনের সভাপতি এমকে মানিক পাঠান ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বেলাল সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com