প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২০, ৯:১৯ অপরাহ্ণ
চাঁদপুরে মাদক অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

অমরেশ দত্ত জয়ঃ
চাঁদপুরে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। ২৬শে জুন শুক্রবার সকালে দিবস উদযাপনে শহরের ইলিশ চত্ত্বরে এক মানববন্ধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন।
তিনি বলেন,'শুদ্ধ জ্ঞানেই সঠিক যত্ম হবে-জ্ঞানের আলোয় মাদক দূরে রবে’ এই স্লোগান কে সামনে রেখে এবার দিবসটি উদযাপিত হচ্ছে। করোনাকালীন সময় হওয়ায় সীমিত পরিসরে দিবসটি উদযাপিত হলো।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমের সভাপতিত্বে এবং ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে জেল সুপার মোঃ মাঈনুউদ্দিন ভুঁইয়া, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক (ক্রাইম) নাজমুল হক কামাল, ফায়ার সার্ভিস ও সিভিল ভিফেন্সের উপ-পরিচালক মোঃ ফরিদ আহম্মেদ,সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com
Copyright © 2025 Manob khabor. All rights reserved.