• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন

হাজীগঞ্জে সরকারি হাসপাতালে ১০টি অক্সিজেন ফ্লো মিটার দিলেন ইউনুছ

আপডেটঃ : সোমবার, ২২ জুন, ২০২০

 

নিজস্ব প্রতিনিধি

হাজীগঞ্জে রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিতকরণে সরকারি হাসপাতাল হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি মেডিকেল অক্সিজেন ফ্লো মিটার উপহার দিলেন, হাজীগঞ্জের  কৃতি সন্তান ও দেশের জনপ্রিয় উপস্থাপক মো. ইউনুছ উল্যাহ্।

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম শোয়েব আহম্মেদ চিশতীর কাছে ইউনূসের পক্ষে অক্সিজেন ফ্লো মিটারগুলো প্রদান করেন, সাপ্তাহিক আমার কন্ঠের প্রকাশক ও সম্পাদক মো. কামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, অনলাইন নিউজ বার্তা ২৪ ডট কমের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু ও দৈনিক ইলশেপাড় এর হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ।

এক প্রতিক্রিয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস.এম শোয়েব আহম্মেদ চিশতী বলেন, করোনাকালীন সময়ে সেবা নিতে আসা রোগীরা উপকৃত হবে। এ সময় তিনি কৃতজ্ঞতা জানিয়ে ইউনুছ উল্যাহকে ধন্যবাদ জানান।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…