ইমতিয়াজ সিদ্দিকী তোহা
মহামারী করোনায় এবার চাঁদপুরের শাহরাস্তি জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মুজিবুর রহমান রিপনের(৪৫) মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর (২০জুন) ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
জানাজায়, ডাক্তার মুজিবুর রহমান রিপন ব্যক্তি জীবনে দুই পুত্র সন্তানের জনক ছিলেন।তিনি দীর্ঘ দিন শাহরাস্তিতে ব্যাপক সুনামের সাথে শিশু বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রোগী দেখতেন।এছাড়া ও সপ্তাহের প্রতি শুক্রবার শাহরাস্তি জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে নিয়মিতভাবে চিকিৎসা সেবা প্রদান করতেন।তাঁর মৃত্যুতে সমগ্র শাহরাস্তিতে
আকস্মিক শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com