কচুয়া: কচুয়ার মেঘদাইর গ্রামে মাঠ দিবস উপলক্ষে বক্তব্য দিচ্ছেন, কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোফায়েল হোসেন।
জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন কচুয়ায় কৃষি প্রদর্শনী ও মাঠ দিবস পালিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে বুধবার সকালে কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে স্থানীয় অধিবাসী মাষ্টার গোপাল চন্দ্র দেবে’র সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোফায়েল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপÑকমিটির সাবেক সহ-সম্পাদক মহিব উল্লাহ মাহী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, উপজেলা উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিবুলাল সাহা।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ করা হয়।
এ সময় ইউপি সদস্য আব্দুল মান্নান মনু, ইউনিয়ন আয়োমীলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন প্রধান, সিনিয়র সহÑসভাপতি ছাদেক আলী পাটোয়ারীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে মহামারি করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে ফসল উৎপাদন ও কৃষি কর্মকান্ড নিয়ম মেনে পরিচালনা করার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com