ফাইল ফটোঃ শবনম বুবলি
বিনোদন প্রতিবেদক
সম্প্রতি চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে শবনম বুবলির ব্যক্তিগত সম্পর্কের অবনতি হয়েছে। গত কয়েক মাস ধরে ঢাকার সিনেমাপাড়ায় এই গুঞ্জন যেন ওপেন সিক্রেট। এমনকি সবশেষ শাকিব খানের প্রযোজনায় মুক্তি পাওয়া ‘বীর’ সিনেমার প্রচারেও দেখা যায়নি এই চিত্রনায়িকাকে। এমন ‘সম্পর্কের অবনতির’ গুঞ্জনের মাঝে নতুন খবর হলো, শাকিব খানের নায়িকা হিসেবে চূড়ান্ত হওয়া ‘প্রিয়তমা’ সিনেমা থেকে বাদ পড়তে যাচ্ছেন শবনম বুবলি।
সম্প্রতি আমেরিকা থেকে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ। তিনি জানিয়েছেন, আমি আমেরিকায় এসেছি ফিল্ম নিয়ে পড়তে। আমার সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা নিয়ে শাকিব ভাই নিয়মিতই যোগাযোগ করছেন। সিনেমাটি অবশ্যই নির্মিত হবে, তবে গল্পে কিছু পরিবর্তন এনেছি। ফলে আগে চূড়ান্ত হওয়া নায়িকা শবনম বুবলির না থাকার সম্ভাবনাই বেশি, নতুন কোনো অভিনেত্রীকে নেয়া হবে। এখন গান তৈরির আয়োজন করছি। শিগগিরই দেশে ফিরব এবং সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু করব।
আশা করছি, আগামী বছরের শুরুতে সিনেমাটি মুক্তি দিতে পারব। এ প্রসঙ্গে মন্তব্য জানতে শবনম বুবলির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। এর আগে ২০১৭ সালে শবনম বুবলিকে নায়িকা চূড়ান্ত করে বেশ আয়োজন করে ‘প্রিয়তমা’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। এমন ঘোষণার পর এসকে ফিল্মসের ব্যানারে ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ সিনেমা মুক্তি পেলেও এই সিনেমার কাজ শুরু করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com