ফাইল ফটোঃ মেসি
মানব খবর ডেস্কঃ
তিন দিন আগে হঠাৎ খবর বের হয় অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পরেছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। আরো খবর বের হয় এই ইনজুরির কারণে ১৩ তারিখ রাতে মাল্লোরকার বিপক্ষে ম্যাচটিতে নামতে পারবেন না তিনি। তবে বার্সা কোচ কুইক সেতিন জানিয়েছেন মেসির ইনজুরি তেমন গুরুতর নয়। সে ঠিকই আছে এবং পুরোপুরি ফিট আছে। মুবিস্টার নামক একটি সংবাদমাধ্যমকে এমন কথা বলেন সেতিন।
এ ব্যপারে তিনি বলেন, ‘ মেসির পায়ে অল্প সমস্যা আছে। কিন্তু এটা কোনো গুরুতর সমস্যা নয়। আমি মনে করি সে পুরোপুরি ভালো আছে। আর আশা করি এটা নিয়ে কোনো সমস্যাও হবে না। আর কোচ হিসেবে আমি সবসময়ই তাকে মাঠে অবশ্যই চাই।
যদি সমস্যা না থাকে তাহলে দলগত অনুশীলন না করে মেসি কেন জিমে সময় কাটালেন এই প্রশ্নে সেতিন বলেন, ‘ মেসি শুধু আলাদা অনুশীলন করেনি তা কিন্তু নয়। বাকিরাও দলগত অনুশীলন করেনি। প্রায় সবারই ছোটোখাটো সমস্যা রয়েছে। আর এমনটা প্রায়ই হয়ে থাকে।’
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com