• শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন

হাজীগঞ্জে স্বেচ্ছাসেবীদের সুরক্ষা সামগ্রী ক্রয়ে সহযোগিতা করলেন প্রবাসী মিলন

আপডেটঃ : শুক্রবার, ৫ জুন, ২০২০

নিজস্ব প্রতিনিধি

হাজীগঞ্জে করোনা আক্রান্ত ও উপসর্গে নিহত দাফনকারী স্বেচ্ছাসেবীদের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী মিলন মিয়াজী। তিনি স্বেচ্ছাসবীদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ক্রয়ে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

বুধবার বিকালে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে স্বেচ্ছাসেবীদের হাতে প্রবাসী মিলন হোসেন মিয়াজীর পক্ষে তাঁর এই অনুদানের নগদ ১০ হাজার টাকা তুলে দেন সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ।

স্বেচ্ছাসেবীদের টিম প্রধান ও বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা যোবায়ের আহমাদ এর উপস্থিতিতে অনুদান গ্রহণ করেন সেচ্ছাসেবক টিমের সদস্য মাষ্টার শরিফুল ইসলাম।

এ সময় মাওলানা আবদুর কাদের, এমদাদুল হক সুমন মোল্লা, মারুফ ও সুমন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের এই ক্রান্তিলগ্নে জীবনের ঝুঁকি নিয়ে হাজীগঞ্জে করোনা আক্রান্ত ও উপসর্গে নিহতদের দাফন করছেন স্বেচ্ছাসেবীরা। কিন্তু নিহতদের দাফনে স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর সংকট থাকায় মরদেহ দাফনে অনিশ্চয়তা দেখা দেয়া।

তাই স্বেচ্ছাসেবীদের প্রয়োজনী সুরক্ষা সামগ্রী প্রদানে অনেকেই তাদের পাশে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রবাসী মিলন হোসেন মিয়াজী নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের বাসিন্দা।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…