প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২০, ১১:২৮ অপরাহ্ণ
হাজীগঞ্জে এবার চিকিৎসক করোনা আক্রান্ত
মোহাম্মদ হাবীব উল্যাহ্
চাঁদপুরের হাজীগঞ্জে এবার আবু সাঈদ সুমন (৩০) নামের একজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার প্রকাশিত রিপোর্ট তার করোনা পজেটিভ আসায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভর্তি হন। এর আগে তিনি গত শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা জমা দেন।
আবু সাঈদ সুমন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে কর্মরত আছেন। এর আগে তিনি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামে অবস্থিত চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তরের বিপরীত পাশের একটি দোতলা ভবনের ভাড়া বাসায় সপরিবারে থাকেন।
জানা গেছে, হাজীগঞ্জে চাকুরি সুবাদে আবু সাঈদ সুমন পরিবার নিয়ে টোরাগড় গ্রামে ভাড়া বাসায় বসবাস করেন। কয়েক মাস আগে তিনি রামগতি বদলী হলেও তিনি তার বাসা পরিবর্তন করেন নি।
সম্প্রতি সময়ে তিনি ছুটিতে রামগতি থেকে হাজীগঞ্জে আসেন। এরপর তিনি অসুস্থতা বোধ (করোনা উপসর্গ) করলে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষায় নমুনা জমা দেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com
Copyright © 2024 Manob khabor. All rights reserved.