প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২০, ১২:০০ পূর্বাহ্ণ
হাজীগঞ্জে ভোকেশনাল পরীক্ষায় পাশের হার ৯৭.২০%, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন
- মোহাম্মদ হাবীব উল্যাহ্
চলতি বছর অনুষ্ঠিত এস.এস.সি ভোকেশনাল পরীক্ষার প্রকাশিত ফলাফলে ৪টি প্রতিষ্ঠান থেকে ২৮৬ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৭৮ জন। পাশের হার শতকরা ৯৭.২০। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন পরীক্ষার্থী। উপজেলায় সর্বোচ্ছ জিপিএ-৫ ও শতভাগ পাশের গৌরব অর্জন করেছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে ৪১ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে সবাই পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
দ্বিতীয় স্থানে রয়েছে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে ৬৪ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৬১ জন। পাশের হার শতকরা ৯৫.৩১। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ জন। তৃতীয় স্থানে রয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৯৫ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৯১ জন। পাশের হার শতকরা ৯৫.৭৯। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
বলাখাল জে.এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ থেকে ৮৬ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে ৮৫ জন। পাশের হার শতকরা ৯৮.৮৪। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com
Copyright © 2024 Manob khabor. All rights reserved.