জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি ও উপড়ে পড়েছে গাছপালা। বুধবার সকালে ঘূর্ণিঝড়ের তান্ডবে উপজেলার বাচাঁইয়া,দোয়াটি ও দহুলিয়া গ্রামে বেশ কিছু বসতঘর ও পোল্ট্রি ফার্ম ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি অনেক বানিজ্যিক প্রতিষ্ঠানের স্থাপনাও ভেঙে গেছে ঘূর্ণিঝড়ের তান্ডবে। তবে ঝড়ে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্থতা এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।
ক্ষতিগ্রস্থ বাঁচাইয়া গ্রামের নারায়ন বাইন বলেন, ঘূর্ণিঝড়ে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়,,সুজনের প্রায় ২০ হাজার টাকা,রনজিতের পোল্ট্রি ফার্মে ৪লক্ষ টাকার ক্ষতি ও দহুলিয়া গ্রামের মহিউদ্দিন হোসেন প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি হয়। তারা সবাই বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে বসতঘর নির্মান করেছেন। ২৭ মে বুধবার সকাল ৮টার সময় ঘুর্ণিঝড় এসে বসতঘরে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। এতে করে বসতঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও মালামালসহ অনেক ক্ষয়ক্ষতি হয়।
এদিকে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে স্থানীয় সাংসদ,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার গুলো।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com