• বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

করোনার উপসর্গ নিয়ে মৃত শাহরাস্তির পুলিশ মোখলেসের রিপোর্ট পজেটিভ

আপডেটঃ : শুক্রবার, ২২ মে, ২০২০

 

ইমতিয়াজ সিদ্দিকী তোহাঃ

প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গেল মঙ্গলবার মৃত্যু বরণকারী শাহরাস্তির সেই পুলিশ সদস্য মোঃ মোখলেসুর রহমানের (৫৭)করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

এই নিয়ে এলাকায় চরম ভয়,ভীতি ও আতংক বিরাজ করছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, শ্বাসকষ্ট ও প্রেশারের সমস্যা ছিল মোখলেসুর রহমানের । শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

করোনা ভাইরাস সন্দেহে“পরবর্তীতে সংগ্রহ করা তার নমুনা। যা পরীক্ষায় বুধবার করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়।”
পুলিশ সদর দপ্তরের এআইজি সোহেল রানা জানান, কনস্টেবল মোখলেছুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র রেখে গেছেন। তার মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য,মোখলেছুর চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন। এ নিয়ে পুলিশের ১১ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। তাদের মৃত্যুতে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…