কচুয়া প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়া উপজেলার শুয়ারুল গ্রামে দু’টি বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের রোকজন বাড়ীঘরে হামলা, ভাংচুর এবং লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার শুয়ারুল গ্রামের মৃধা বাড়ীর অসহায় দিলু মেকারের ছেলে মো. জমির হোসেন, পাশ্ববর্তী মোল্লা বাড়ীর নুর হোসেনের বসতবাড়ীতে এ হামলা-ভাংচুরের ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, দিলু মিকারের ছেলে মো. জমির হোসেন, তার মা রোকেয়া বেগম, বড় ভাই মো. রুবেল হোসেন, শুয়ারুল দীঘিরপার এলাকার সফিকুল ইসলামের ছেলে মো. সুজন, সিরাজুল ইসলামের ছেলে মো. মহসিন, মোল্লাবাড়ীর নুর হোসেন, তার মেয়ে রবি আক্তার। আহতদের মধ্যে আশষ্কাজনক অবস্থায় রয়েছেন, মো. সুজন হোসেন। আহতরা সাচারসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানান, পূর্ব শত্রুতার জের ধরে শুয়ারুল গ্রামের নাজিম হোসেন, একই এলাকার মিরাজ হোসেন, ফয়েজ উল্লাহ, নুর ইসলাম, সোহেল হোসেন, লিটন মিয়াসহ একদল যুবক প্রভাব খাটিয়ে অন্যায় ভাবে মৃধা বাড়ী ও মোল্লা বাড়িতে এসে হামলা চালায়। এসময় হামলাকারীরা তাদের ঘরে থাকা ফ্রিজ, টিভি, আলমারী, সুকেছসহ মালামাল ভাংচুর কওে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেন।
হামলার শিকার মো. মহসিন মিয়া জানান, আমি শুয়ারুল বাজারে মোবাইলে টাকা লোড করতে গেলে হঠাৎ প্রতিপক্ষের লোকজন আমার উপর অতর্কিত হামলা এবং বাড়ী ঘর ভাংচুর করেন । এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে কচুয়া থানায় মামলা দায়েরের চেষ্টা চলছে।