অমরেশ দত্ত জয়ঃ
মদনপুরের যুবলীগ নেতা জাবেদ ভুইয়ার কাছ থেকে জব্দ করা ১২০০ বস্তা চাল ছিল চাঁদপুরে চুরি হওয়া চালান।
পহেলা মে শুক্রবার বিকেলে চাঁদপুর থানা পুলিশ নারায়ণগঞ্জে এসে এ চালের চালান শনাক্ত করে। পুলিশ জানিয়েছে, যুবলীগ নেতা জাবেদ ভূইয়াকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। জাবেদ ভূইয়া চোরাই চাল কিনে মজুদ করেছিল।
এ ব্যাপারে বন্দর ধামগর পুলিশ ফাঁড়ি ইন্চার্জ ইন্সপেক্টর ইশতিয়াক আশরাফ রাসেল জানিয়েছেন, এ ১২০০ বস্তা চাল চাঁদপুরে চুরি হওয়া চালের চালান। চাঁদপুর থানা পুলিশ এ চালের চালান চুরি হওয়া চাল বলে শনাক্ত করে নিশ্চিত করেছে। যেহেতু চাল চুরির ঘটনায় আগেই চাঁদপুর থানায় মামলা হয়েছে। এখন ওই মামলা অনুযায়ী পুলিশ আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিবে। পুলিশ এখনো যুবলীগ নেতা জাবেদ ভূইয়া গ্রেপ্তার করতে পারেনি।
উল্লেখ, মদনপুরে হায়দরি কম্পোজিটের গোডাউনে স্থানীয় যুবলীগ নেতা জাবেদ ভূইয়া ১২০০ বস্তা চাল মজুদের গোপন খবর পায় পুলিশ। গত বুধবার রাতে গোডাউনে অভিযান চালিয়ে চালের বস্তাগুলি জব্দ করলে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি ওই যুবলীগ নেতা।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com