জিসান আহমেদ নান্নু ॥
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে কচুয়ায় পাকা বোরো ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র নির্দেশে কৃষকের ধান কাটতে মাঠে নেমেছেন স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা।
এরই অংশ হিসেবে তৃতীয় দিনের মতো শনিবার সকালে মনপুরা-চকমোহাম্মদপুর এলাকার দু’জ নীরিহ কৃষক মো. বজলু রহমান এর ৪০শতক ও মো. আব্দুল হাকিম এর ৬০শতক জমিসহ মোট ১০০ শতাংশ জমির পাকা ধান কেটে দেন কচয়া উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
কচুয়া উপজেলার সভাপতি ও পৌর মেয়র মো. নাজমুল আলম স্বপন, সাধারন সম্পাদক মো.শাহজালাল প্রধান জালাল, কাদলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. সফি উল্লাহ সফি ,যুগ্ন-আহবায়ক মো.আমির হোসেনের নেতৃত্বে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা কৃষকের ১শ’শতক পাকা ধান কেটে বাড়ী পৌঁছে ও মাড়াই করে দেন।
এসময় কচুয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো.শাহ জালাল প্রধান, দপ্তর সম্পাদক মাইনদ্দিন সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. মোফাচ্ছেল খান, কাদলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. সফি উল্লাহ সফি, যুগ্ন-আহবায়ক মো. কামাল হোসেন মজুমদার, মো. আমির হোসেন, সদস্য সবুজ ফরাজী, গিয়াস উদ্দিন, সাইদ বেপারী, ফারুকুল ইসলামসহ স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com