• শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন

শাহরাস্তিতে স্বেচ্ছাসেবক হয়ে কাজ করছে ছাত্রলীগ, বিভিন্ন মহলে প্রশংসিত

আপডেটঃ : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

 

রাফিউ হাসানঃ

সারাদেশের মতো চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কৃষকের পাশে দাঁড়িয়েছে স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক না পাওয়ায় বর্তমানে ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরাই ধান কাটা, কৃষকের বাড়ি পৌঁছানো এবং মাড়াই করে দিচ্ছে। পাশাপাশি সরকার কর্তৃক বরাদ্দকৃত ত্রাণ সুষ্ঠু বিতরণের জন্য স্বেচ্ছাসেবক হয়ে কাজ করছে স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী অসহায় ও দরিদ্রের নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা বিতরণে অগ্রণী ভূমিকা পালন করছেন তারা। বৈরী আবহাওয়ায় মাইক নিয়ে জনসচেতনতায় তাদের ভূমিকা নিয়ে প্রশংসা হচ্ছে বিভিন্ন মহলে।

বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক ছাত্র সংগঠন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ছাত্রলীগ ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা কমিশন আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং এগারো দফা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন রাষ্ট্রীয় স্বাধীকার আন্দোলনে অংশগ্রহণ করে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধের উদ্দেশ্যে ছাত্রলীগ মুজিব বাহিনী গঠন করে, যুদ্ধে অংশগ্রহণ করে এবং বাংলাদেশ বিজয় লাভে ভূমিকা পালন করে। বর্তমানেও এটি বিভিন্ন কার্যক্রমে নিজেদেরকে নিয়োজিত রেখে সুনামের সহিত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শাহরাস্তি উপজেলার ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বসে না থেকে নিজেদেরকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করে নিয়োজিত করেছেন মানব কল্যানে।

দেশের এই সঙ্কটময় মুহূর্তে স্বেচ্ছাশ্রমে কৃষকদের পাশে দাঁড়াতে পেরে শাহরাস্তি উপজেলার ছাত্রলীগ যেমন খুশি, তেমনি ধান কেটে দেওয়ায় খুশি এলাকাবাসী ও কৃষকরাও। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এ ঘটনায় হয়তো এলাকায় উৎসবের আমেজ এনে দিত। বিভিন্ন ত্রাণ বিতরণে স্বেচ্ছাসেবক হয়ে কাজ করে যাচ্ছে এসকল কর্মঠ সৈনিকগুলো। করোনার মহামারীতে নিজেরা ঘরে বসে না থেকে জনসচেতনতায় মাইক হাতে নিয়ে এক বাজার হতে অন্য বাজারে ঘুরে বেড়াচ্ছেন তারা। রাতের আঁধারে ত্রাণ নিয়ে ছুটছে গ্রামের অসহায়দের ঘরে।

শাহরাস্তির চিতোষী পশ্চিম ইউনিয়নে বিশেষ চাহিদা সম্পন্ন কৃষক আকবর হোসেন বলেন, ‘ধান কাটার সময় সাধারণত চারশ’ থেকে পাঁচশ’ টাকা পারিশ্রমিকে শ্রমিক পাওয়া যেত। করোনা পরিস্থিতিতে এক হাজার টাকায়ও শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাই পাকা ধান নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু আমাদের এই সঙ্কটময় মুহূর্তে বিনা পারিশ্রমিকে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে দিচ্ছে। বাড়ি পৌঁছে দিয়ে মাড়াইও করে দিচ্ছে। এটা ভাবাই যায় না।’ একই কথা বললেন, খেড়িহর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম।

শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান মিন্টু বলেন, ‘ধান রোপন ও ধান কাটার সময় কৃষকরা শ্রমিক সঙ্কটে ভোগেন। করোনা পরিস্থিতিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা এভাবে কৃষকদের পাশে দাঁড়ানোয় তারা কিছুটা আশ্বস্ত হয়েছেন। প্রধানমন্ত্রী’র নির্দেশনায় ছাত্রলীগ ধান কাটছে, মাথায় করে বাড়ি নিচ্ছে আবার মাড়াইও করছে। তাছাড়া নিজস্ব অর্থায়নে অনেক কর্মী অসহায় গরীবদেরকে ত্রাণ বিতরণ করছেন এবং স্বেচ্ছাসেবক হয়ে এই ক্রান্তিকালীন সময়ে কাজ করছে নিভৃতে। এটাই বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ।’

ছাত্রলীগ নেতা মিজানুর রহমান বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে শাহরাস্তিতে শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে। শ্রমিক না পাওয়ায় নিজ জমির পাকা ধান কাটতে পারছেন না কৃষক। তাই সকাল থেকে গ্রামের বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে ধান কাটতে সহযোগীতা করছি। এ কার্যক্রম কৃষকরা ধান ঘরে তোলা পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ঘরে বসে না থেকে ক্রান্তিকালীন সময়ে দেশের জন্য নিজেদেরকে নিয়োজিত রেখেছি।’

ছাত্রলীগের আরেক কর্মঠ সৈনিক ফয়সাল আহমেদ শুভ
জানান, ‘শাহরাস্তির মাটি ও মানুষের নেতা মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী উপজেলার অন্তর্গত সকল সাংগঠনিক ইউনিট এবং কর্মী সমর্থকরা নিজ নিজ এলাকায় কৃষকদের ধান কাটা, বাড়ি নেওয়া ও মাড়াই করায় সহযোগিতা করছে। আমরা নিজেদের অর্থায়নে অনেক অসহায়কে খাদ্য সহায়তা করেছি এবং সরকারী ত্রাণ বিতরণে স্বেচ্ছাসেবক হয়ে আমরা সকলে কাজ করেছি। গভীর রাতে আমরা হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি গোপনে।’

শাহরাস্তির প্রবীণ রাজনীতিবিদ মোঃ আফজাল হোসেন বলেন, ‘বাংলাদেশের সকল সঙ্কটেই ছাত্রলীগ এগিয়ে এসেছে। এ দেশের ইতিহাস সে কথাই বলে। দেশের এই করোনা মহামারীতে স্থানীয় কৃষকদের সহযোগিতায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতা-কর্মীরা এগিয়ে আসছে এবং তাদের বর্তমান সকল কর্মকান্ড আমাদের আশার আলো দেখায়।’


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…