• বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

চাঁদপুর শহরে বজ্রপাতে এক মাঝীর মৃত্যু

আপডেটঃ : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

 

অমরেশ দত্ত জয়ঃ

চাঁদপুরে বজ্রপাতে আঃ হামিদ শেখ (৬০) নামের এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে।২৬শে এপ্রিল রোববার শহরের ঢালীর ঘাটে বজ্রপাতের ঘটনাটি ঘটে।নদী থেকে মৃতের লাশ উদ্ধারকারী ফায়ার সার্ভিসের ডুবুরি আমিনুর রহমান জানান,দুপুর ১ টায় খবর পেয়ে ঘটনাস্থলে যাই।পরে ডাকাতিয়ার প্রায় ৩০ ফুট তলদেশ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মৃত হামিদ শেখ(৬০) শহরের মধ্য ইচুলি শেখ বাড়ির মৃত রুস্তম আলী শেখের ছেলে।তার দাম্পত্য জীবনে ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, আঃ হামিদ শেখ ঢালিরঘাট এলাকার ডাকাতিয়া নদীতে ডিঙ্গি নৌকা যোগে যাত্রী পারাপার করতো। দুপুরে সে নদী পাড় হয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে আসছিলো। এ সময় ঝিরিঝিরি বৃষ্টির মাঝে বিকট শব্দের বজ্রপাত ঘটে।আর ওই বজ্রপাত আঃ হামিদ শেখের উপর পরলে তিনি নদীতে পরে যান। নদীতে থাকা অন্যান্য মাঝিরা তা দেখতে পেয়ে ডাক-চিৎকার করে।এতে স্হানীয় লোকজন চাঁদপুর ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের মোসলেম মিয়াজির নেতৃত্বে একদল ডুবুরি দল ঘটনা স্হলে ছুটে যায়।আর মাঝিদের দেখানো স্হান হতে ডুবুরি আমিনুর রহমান মৃতের লাশ উদ্ধার করে।চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান,মৃত আঃ হামিদ শেখের শরীরের একাংশ বজ্রপাতের আঘাত লেগেছে। যার কারণে সে নদীর পানিতে তলিয়ে যায়।আমাদের টিম যতক্ষণে তাকে উদ্ধার করেছে।তার আগেই মরে নদীতে ডুবে গেছে।এদিকে এ প্রসঙ্গে জেলা আবহাওয়া কর্মকর্তা শাহ্ মুহাম্মদ শোয়েব জানান,সকাল সাড়ে ১১টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চাঁদপুর অঞ্চলের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যেজন্য চাঁদপুর নদীবন্দরকে ২ নম্বর হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।আর এরমধ্যেই এ ঘটনাা ঘটে গেলো।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…