• সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন

কচুয়ায় সেতারা-লতিফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার উপহার সামগ্রী বিতরন

আপডেটঃ : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥

 

চাঁদপুরের কচুয়ার শংকরপুর সেতারা-লতিফ ফাউন্ডেশনের উদ্যোগে করোনায় ঘরবন্ধি মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উলক্ষ্যে ইফতার উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সংগঠনের ব্যবস্থাপক ও বিশিষ্ট সমাজ সেবক মো.শাহাজান খানের সার্বিক সহযোগীতায় শংকরপুর ও আইনপুর গ্রামের প্রায় ৩’ শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

সেতারা-লতিফ ফাউন্ডেশনের পরিচালক মো.শাহাজান খান বলেন, দেশে করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। অসহায় ও কর্মহীন মানুষের মাঝে অভাব অনটোন দেখা দিয়েছে।

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে একটি মানুষের যেন না খেয়ে থাকতে না হয়, সেই লক্ষে সরকারের পশাপাশি সাধ্যমত সমাজের উচ্চবিত্তরা অসহায় ও কর্মহীন মানুষের পাশে থাকা জরুরী। আমাদের এই ফাউন্ডেশন করোনা ভাইরাস প্রার্দুভাব শেষ না হওয়া পর্যন্ত এলাকার অসহায় মানুষের পাশে থাকবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…