নিজস্ব প্রতিনিধিঃ
হাজীগঞ্জে করোনা সংকটে গনমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষার জন্য অপরূপা নাট্যগোষ্ঠির পক্ষ হতে হাজীগঞ্জ প্রেসক্লাবে ২০ পিস ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করেছেন শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠির প্রতিষ্ঠাতা সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
শুক্রবার (২৪ এপ্রিল) সাপ্তাহিক সকলের কন্ঠের প্রধান সম্পাদক, দৈনিক চাঁদপুর প্রবাহ ও ফোকাস মোহনা ডটকমের নিজস্ব প্রতিনিধি ফয়েজ আহমেদ হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আমার কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোঃ কামাল হোসেন এর হাতে এই সুরক্ষা সামগ্রী তুলে দেন।
জানা যায়, মরনঘাতি কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি নিয়ে হাজীগঞ্জে কর্মরত সাংবাদিকরা প্রতিদিন সংবাদ সংগ্রহের জন্য উপজেলার এ প্রান্ত হতে অপর প্রান্তে ছুটে বেড়াতে হয়। এতে সংবাদকর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সংক্রমণ ঝুঁকি থাকায় শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ও রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মোহনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার, সৌদি আরব রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের পাবলিক রিলেশন অফিসার, রিয়াদ প্রবাসী সেবা কেন্দ্র (ঊউঈ)অ২র – এর মার্কেটিং ডিরেক্টর -সাংবাদিক ও নাট্যকার, বিশিষ্ট টেলিভিশন অভিনেতা মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়য়ের ব্যক্তিগত অর্থায়নে হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় মুঠোফোনে হাজীগঞ্জের গনমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান এবং নবজাতক কন্যাসহ তার পরিবারের সদস্যদের জন্য দোয়া চান।
এ ছাড়া প্রবাসি সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয় কচুয়া প্রেসক্লাবে ১টি ল্যাপটপ, শাহরাস্তি প্রেসক্লাবে পিপিই প্রদান করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com