• বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন

শেখ হাসিনা বেঁচে থাকতে করোনায় কেউ অনাহারে থাকবে না : নুরুল আমিন রুহুল এমপি

আপডেটঃ : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

 

মনিরুল ইসলাম মনির :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিল্পপতি কাজী মিজানুর রহমানের অর্থায়নে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে মাহে রমজান উপলক্ষে করোনা ভাইরাস সংক্রমণের কারনে কর্মহীন মানুষকে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল।
তিনি বলেছেন, করোনা সংকট মোকাবিলায় বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশের প্রস্তুতি অনেক ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে করোনা মহামারিতে কেউ অনাহারে থাকবে না। এটাই আওয়ামী লীগ সরকারের চ্যালেঞ্জ।
নুরুল আমিন রুহুল বলেছেন, এ সংসদীয় আসনে যেন এক জন মানুষও না খেয়ে থাকে। সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য দলীয় নেতা-কর্মীদের অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি করোনাভাইরাসের নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশাসনকে সকল রকম সহযোগিতা করার আহবান জানিয়েছেন।
এ সময় আরোও বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম, ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান সেলিম, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, জেলা যুবলীগের সাবেক সদস্য মহিবুল্লাহ খোকন, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি’সহ নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…