সাইফুল ইসলাম রাসেলঃ
হাজীগঞ্জের রামপুর বাজারে সরকারি আদেশ অমান্য করে নিয়ম বর্হিভূতভাবে প্রতিদিন সকাল সন্ধ্যা মানুষের ভীড় লেগেই থাকতো। কারণে অকারণে বাজারে প্রতিদিন মানুষের আনাগোনা বাড়ছিল।
এমন অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অনুষ্ঠিত হয়।
নিয়ম না মেনে রাস্তায় চলাচল ও মুখে মাস্ক না পড়ার কারণে সকালে ভ্রামমাণ আদালত চারজনকে জরিমানা করা হয়।
এ সময় রামপুর বাজার গাউছিয়া টাওয়ারের সামনে থেকে একজনকে মাস্ক না পরার কারণে ২০০ টাকা এবং বাজারের ভেতরে অন্য ৩জনকে ৬০০ টাকা জরিমানা আদায় করে সবাইকে সতর্ক করে দেয়া ভ্রাম্যমাণ আদালত।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com