জিসান আহমেদ নান্নু ॥
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকার ভর্তি ৪শ ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় চিহ্নিত ৭ ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (্ওসি) আবদুল্লাহ্ আল মাহফুজের নির্দেশে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করেন।
চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে আইয়ুব আলীর বাড়ির দক্ষিণ পাশের কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর বুধবার বিকেলে কতিপয় ব্যক্তি একটি পুরাতন প্রাইভেটকারে মাদকদ্রব্য উঠাচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায় ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন লোক দৌঁড়ে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-৩২৭১) ও গাড়িতে থাকা বস্তাভর্তি ৪শ ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত ফেনসিডিলের মূল্য আনুমানিক ৪ লাখ ৩০ হাজার টাকা বলে জানা গেছে।
উল্লেখ্য যে, চাঁদপুরের কচুয়ার মনপুরা গ্রামের অধিবাসী, বিশিষ্ট সমাজসেবক মো. সিরাজুল ইসলামের সুযোগ্য সন্তান এসআই মো. আরিফ হোসেন ইতিমধ্যে মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানাসহ সার্বিক আইন শৃংখলায় নিয়ে কাজ করায় চট্্রগ্রাম বিভাগীয় ও কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসআই হিসেবে পদক পেয়েছেন।