• শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

ছেংগারচর পৌরসভায় কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেটঃ : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে করোনা ভাইরাসের কারণে কর্মহীন শ্রমিকদের মাঝে ব্যক্তিগত তহবিল খাদ্য সহায়তা প্রদান করেন চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল।
দলীয় নেতা-কর্মীদের অভাবগ্রস্থদের পাশে থাকার আহ্বান জানিয়ে আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল বলেন, করোনায় কর্মহীনদের সহযোগিতায় সরকার কাজ করছে। আর্থিক ও খাদ্য সহায়তা করছেন। ত্রাণ সঠিকভাবে বিলি করার দায়িত্ব সরকারি কর্মচারীদের, তদারকি করবে দলীয় নেতা-কর্মীরা। সঠিক তদারকি করা গেলে কেউ না খেয়ে থাকবে না।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী। সঞ্চালনা করেন- ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান ফরাজী রতন।
এ সময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান সেলিম, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এ্যাড. মহসিন মিয়া মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, সাবেক কাউন্সিলর আবু জাফর সরকার ডালিম।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…