• রবিবার, ১৪ এপ্রিল ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন

চাঁদপুর পুলিশ সুপার মাহবুবুর রহমানের “খোলা চিঠি”

আপডেটঃ : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

পুলিশ সুপার মাহবুবুর রহমান।

ছবি- মানব খবর

 

 

প্রিয় চাঁদপুরবাসি,
আমরা সবাই মিলে এখন একটা কঠিন সময় অতিবাহিত করছি। সামনের সময়গুলোতে আমাদের আরো বেশি ঐক্যবদ্ধ হওয়াটা জরুরী হয়ে পড়েছে।

করোনা ভাইরাস নামের এমন একটা রোগ থেকে বাঁচার জন্য আমরা সম্মিলিত ভাবে লড়াই করছি। যে রোগ কোন স্থান-কাল-পাত্র কিছুই বুঝেনা। উপযুক্ত পোষক পেলেই দ্রুত সংক্রমিত হয়ে যায় এবং সবচাইতে মারাত্মক হলো এর কোন প্রতিষেধক এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি।

প্রিয় চাঁদপুরবাসি,
এখনো পর্যন্ত এর প্রতিষেধক একটিই আবিষ্কৃত হয়েছে- তা হলো: ” নিজের ঘরে নিজে থাকা।”

সুতরাং,
আমরা ঘরে থাকবো আর অন্যকে ঘরে থাকার জন্য অনুপ্রাণিত করবো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ টুকু সহায়তা করবো।

কারণ,
আপনি সুস্থ থাকলে,
আপনার পরিবার সুস্থ থাকবে,
সমাজ সুস্থ থাকবে,
জেলা সুস্থ থাকবে,
বাংলাদেশ সুস্থ থাকবে,
সারা পৃথিবী সুস্থ থাকবে।

সুতরাং, আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি:

“থাকবো আইনের পথে”
আর-
“নিজের ঘরে নিজে থাকি,
দেশ ও জাতিকে রক্ষা করি।”

ধন্যবাদান্তে,
মাহবুবুর রহমান, পুলিশ সুপার, চাঁদপুর।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…