• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন

ফরিদগঞ্জে মেয়র মাহফুজুল হকের চাল বিতরন অব্যাহত 

আপডেটঃ : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

 

 

শিমুল হাছান:

 

ফরিদগঞ্জে ত্রানের চাল নিয়ে অসহায় মানুষের ঘরে ঘরে মেয়র মাহফুজুল হক।  মেঘনা পাড় মুক্ত স্কাউট সদস্যদের সাথে নিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে নিন্ম আয়ের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছেন তিনি।

 

২ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে পৌর এলাকায় ৪নং ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে এ চাল পৌঁছে দেন তিনি।

 

এ সময় তিনি সকলকে প্রয়োজন ব্যতীত ঘর থেকে বাহির না হওয়ার জন্য অনুরোধ করেন এবং করোনা থেকে সুরক্ষা পেতে সকলকে  মাক্স ও হাইজিনিক সামগ্রির ব্যবহারের পাশাপাশি ১ মিটার দুরত্ব বজায় রেখে চলাচল করতে বলেন। এ সময় তিনি, জননেত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতিতে সেনাবাহিকে নিয়োজিত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সুস্থ্যতা কামনা করেন।

 

উল্লেখ্যঃ মেয়র মাহফুজুল হক পৌর এলাকায় ইতোমধ্যে সরকারের ত্রান তহবিল ও ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৮ টন চাল ও নগদ টাকা অর্থায়ন করেছেন।

 

 

 


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…