মোঃ জামাল হোসেনঃ
করোনা ভাইরাস করোনা ভাইরাস আতঙ্ক না হয়ে, নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন। এই লক্ষ্যে শাহরাস্তি পৌর মেয়র এর উদ্যোগে গতকাল ৩১ মার্চ মঙ্গলবার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়, করোনা প্রতিরোধে মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণ করেন পৌরসভার ০৬নং ওয়ার্ড শ্রীপুর, কাজিরকাপ, কাজিরনগর এলাকায়। এসময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র হাজী আবদুল লতিফ, ০৬নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবদুল কুদ্দুস এবং এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গগণ। এসময় পৌর মেয়র সকল নাগরিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন-
করোনা প্রতিরোধের লক্ষ্যে সম্প্রতি বিদেশ ফেরৎ এবং তাদের সংস্পর্শে আসা সকলকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেনটাইনে থাকার জন্য অনুরোধ করা হলো। যেখানে সেখানে কফ ও থুথু ফেলবেন না। হাত দিয়ে নাক, মুখ ও চোখ স্পর্শ থেকে বিরত থাকুন। হাঁচি ও কাশির সময়ে টিস্যু অথবা কাপড় দিয়ে বা বাহুর ভাঁজে নাক-মুখ ঢেকে ফেলুন। জন সমাগম থেকে দুরে থাকুন। দুরত্ব বজায় রেখে চলুন। আপনার পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com