• বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

চাঁদপুরে চায়ের ক্যাটলি উদ্ধার করে আলোচনায় ইউপি চেয়ারম্যান রনি

আপডেটঃ : শনিবার, ২৮ মার্চ, ২০২০

 

স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর সদরের ৩নং কল্যাণপুর ইউনিয়নের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি চায়ের ক্যারলি উদ্ধার করে সোশ্যাল মিডিয়ার নেটিজনদের তোপের মুখে রয়েছেন।

২৭শে মার্চ শুক্রবার রাতে তিনি তার নিজের ফেসবুক আইডি থেকে এরূপ উদ্ধার সংক্রান্ত ১টি পোষ্ট করেই তোপে পড়েন। সেখানে তিনি ছবির উপরে লিখেছেন ‘৩নং কল্যাণপুর ইউনিয়নে করোনা ভাইরাস রোধ করার জন্য বিভিন্ন বাজারে গ্রাম পুলিশ সহ অভিযান চালিয়ে চা বিক্রয় সামগ্রী উদ্ধার’।

আর এরপরই নেটিজনদের নানান আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। তার আইডির কমেন্টে বেশ কয়েকজন বিষয়টি ভালোভাবে নিলেও এর সমালোচনাও করেছেন অনেকে।সমালোচকরা বলছেন,চায়ের ক্যাটলি উদ্ধার করে বীরের কৃতিত্ব দেখাচ্ছেন।

 

ওই অসহায় লোকগুলোর ঘরের চুলার খবরও রাখছেন তো? ওদের পেটে লাথি দিয়ে কি লাভ? ওদের খাবার দাবারের বিষয়ে কি করবেন সেটা নিয়ে ভাবেন। দ্রুত ওই লোকগুলোর চায়ের ক্যাটলি ফিরত দিয়ে অসহায়দের পাশে দাঁড়ান। তবে এ ব্যপারে ওই ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনির এ ব্যপারে কোন বক্তব্য পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…