• বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

চাঁদপুরে দোকান খোলা রাখায় মোবাইল কোর্টে অর্থদন্ড

আপডেটঃ : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

অমরেশ দত্ত জয়ঃ

চাঁদপুর শহরে চা ও হার্ডওয়্যার্ডের দোকান খোলা রাখায় দোকানীদের অর্থদন্ড প্রদান করা হয়েছে।২৬শে মার্চ বৃহস্পতিবার মোবাইল কোর্টে এ অর্থদন্ড দেওয়া হয়।মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম জানান,শহরের পুরানবাজারে সরকারি নির্দেশনা অমান্য করে চায়ের দোকান খোলার অপরাধে ১৮৬০ সনের দন্ডবিধি ১৮৮ ধারায় লোহারপুলের সিরাজ মিয়ার ছেলে জাহাঙ্গীর(৪৪) কে ১’শ টাকা, জাফরাবাদের জয়নাল মিয়ার ছেলে তাজুল ইসলাম(৬০) কে ৩’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।একই ভাবে পৌরসভার পাশের মার্কেটে সরকারি নিষধাজ্ঞা অমান্য করে হার্ডওয়্যার্ড এর দোকান খুলে জনসমাগম করে পণ্য বিক্রয়কালে আসাম স্টোরের আব্দুল্লাহ আল মাহমুদের ছেলে মানিক মাহমুদ(৫১) কে ১ হাজার টাকা এবং নতুন বাজারেও এমন নিষেধাজ্ঞা অমান্য করে কাপড়ের দোকান খোলা রাখার অপরাধে শ্রীরামদীর নূর মোহাম্মদের ছেলে মোঃ আলমগীর(৩৮) কে ৫’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। সেই সাথে প্রত্যেককে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল ইসলাম আরো জানান,জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। এই ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন পেশকার মোঃ জহিরুল ইসলাম সহ জেলা পুলিশের সদস্যবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…