• শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০৪:৪০ পূর্বাহ্ন

চাঁদপুর শহরে করোনা প্রতিরোধে জীবানুনাশক স্প্রে

আপডেটঃ : বুধবার, ২৫ মার্চ, ২০২০

 

অমরেশ দত্ত জয়ঃ

চাঁদপুর শহরে করোনা ভইরাস প্রতিরোধে কাজী নজরুল ইসলাম পাঠাগার,বেগম রোকেয়া স্মৃতি পাঠাগার ও মধুসূদন স্মৃতি পাঠাগারের উদ্যোগে জীবানুনাশক স্প্রে বিতরণ করা হয়েছে।২৫শে মার্চ বুধবার এ স্প্রে বিতরণ করা হয়।এ ব্যপারে বাসদ(মার্কসবাদী) চাঁদপুরের নেতা কমরেড আজিজুর রহমান জানান,করোনা ভাইরাস প্রতিরোধে শহরের নিশিরোড,টিলাবাড়ি এবং পুরান বাজার রিফিউজি কলোনীতে জীবানুনাশক স্প্রে বিতরণ করা হয়েছে।এ মহৎ উদ্যোগকে সফল করতে কাজী নজরুল ইসলাম পাঠাগারের সংগঠক সাদ্দাম হোসেন,মনির হোসেন,ইমন,মাসুম,ইমরান,মধুসূদন স্মৃতি পাঠাগারের সংগঠক চন্দন কৃষ্ণ দাস,সাদ্দাম মাহমুদ,মেহেদী মল্লিক এবং বেগম রোকেয়া স্মৃতি পাঠাগারের সংগঠক হাজেরা ময়ূর,নিপা,ইমন সহ অন্যান্যরা অংশ নেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…