প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২০, ১০:৪৯ অপরাহ্ণ
চাঁদপুরে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির করোনা প্রতিরোধে প্রচারপত্র বিতরণ
অমরেশ দত্ত জয়ঃ
চাঁদপুর মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়েছে। ২২শে মার্চ রবিবার বিকালে শহরের শপথ চত্ত্বর মোড় থেকে এ প্রচার কাজ চালানো হয়।তারা শহরের কালীমোড়,হকার্স মার্কেট,যানবাহনের চালক,যাত্রী,পথচারীদের মাঝে এসব লিফলেট বিতরণ করেন। এ ব্যপারে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি বিল্লাল হোসেন জানান,করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে এর প্রতিরোধে সচেতনতাই মূল কাজ। আমরা যদি সচেতন হই তাহলে আমাদেরকে মরণব্যাধী এই ভাইরাস আক্রান্ত করতে পারবেনা।এ ব্যপারে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, এ মূহুর্তে করোনা ভাইরাস প্রতিরোধে শুধু সরকার নয়,জনগণকেও পদক্ষেপ নিতে হবে। বর্তমান সময়ে স্বাস্থ্যবিধি মনে চলাই সকলের জন্য উত্তম হবে।এ সময় চাঁদপুর মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন ঢালী, সাংগঠনিক সম্পাদক মো.আলী আক্কাছ,সহ সাংগঠনিক সম্পাদক মো.বাবুল হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক হীরেন্দ্র দেবনাথ অর্থ সম্পাদক মো.ফয়েজুল হক ফয়েজ,দপ্তর সম্পাদক মো.হাসান আহম্মেদ,সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক গিয়াসউদ্দিন ভূঁইয়া,ফরিদগঞ্জের আহবায়ক মোস্তফা জামান,ফরিদগঞ্জের সদস্য সচিব মো.জসিমউদ্দিন,জেলা সদস্য শফিউল আলম চৌধুরী,সদর উপজেলা প্রচার সম্পাদক মো.মমিন গাজীসহ আরো অনেকে এ কাজে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com
Copyright © 2024 Manob khabor. All rights reserved.