সফিকুল ইসলাম রিংকু :
করোনা ভাইরাসকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্য বাজার মূল্যের চেয়েও বেশি দামে বিক্রি করে আসছে। ক্রেতাদের এমন অভিযোগের ভিত্তিতে ২১ মার্চ সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত শারমিন।
অভিযানে মতলব বাজারের ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তাদের কাছে অধিক মূল্যে পণ্য বিক্রি করার অভিযোগে ৫৩ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছয় চাউল বিক্রেতাকে ৮ হাজার করে ৪৮ হাজার টাকা এবং একটি মুদি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা স্যানিট্যারি ইন্সপেক্টর গাজী খোরশেদ,মতলব থানার এএসআই শরিফুল ইসলামসহ সঙ্গেীয় ফোর্স উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com