মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে করোনা ভাইরাস রক্ষায় সচেতন মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
তিনি বলেন, করোনা ভাইরাসের বিষয়ে মানুষকে সচেতন করেছি। যতক্ষণ পর্যন্ত এ ভাইরাস অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত সচেতনতা করা হবে। তিনি আরো বলেন, করোনা ভাইরাস আক্রান্ত রোগীর বিষয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথেষ্ট সচেতন। লক্ষণ ধরা পরার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। করোনা ভাইরাস প্রতিরোধ সকল ব্যবস্থা নেয়া হয়েছে। তাছাড়া জনগনেরও আরো সচেতন হতে হবে। মতলব উত্তর উপজেলার সকল চা দোকান ও হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার ।
উপজেলা নির্বাহী অফিসার এ এম জহিরুল হায়াত এর সভাপতিত্বে আরো রাখেন- মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল-আমীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দীন মৃধা, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা কমিনিউটি পুলিশিং এর সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, এখলাছপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক হোসেন মুরাদ, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নান্নুমিয়া, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান লোকমান আহমেদ মুন্সি, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুব প্রধান, বাগান বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ বাবুল, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com