নিজস্ব প্রতিনিধিঃ
হাজীগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর- ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বলেন, পৃথিবীর ফুসফুস হিসেবে খ্যাত আমাজন বনের প্রায় ৩০ভাগ ধ্বংস হয়ে গেছে। এ ছাড়াও বিশ্বের সকল দেশে বন উজাড় এবং দাবানলে বেশ কয়েকটি দেশে বনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কার্বনডাই অক্সাইডের পরিমান বেড়ে গেছে। যার ফলে জলবায়ুর বিরুপ প্রভাব দেখা দিয়েছে।
তিনি বলেন, জলবায়ুর এই বিরুপ প্রভাবের কারনে বিপুল পরিমানে প্রাকৃতিক সম্পদের হ্রাস হচ্ছে। ফসল কমে যাচ্ছে, মানুষের রোগ-ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। এতে করে ভবিষ্যৎ প্রজন্ম হুমিকর মূখে পড়বে। তাই আমাদের প্রয়োজনে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে। আবার যেখানে সেখানে গাছ লাগালেই হবেনা। পরিকল্পনা মোতাবেক গাছ লাগাতে হবে। এ সময় তিনি বিগত মাসের (ফেব্রুয়ারী) উপজেলা পরিষদের কার্য-বিবরণীর বিষয়ে নিজ নিজ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেন। এবং তা (কার্য-বিবরণী) বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও সভার পূর্বে করোনা ভাইরাস প্রতিরোধে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের বিশেষ মতবিনিময় করেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। এ সময় তিনি করোনা ভাইরাস প্রতিরোধে ১০ লাখ টাকার ফান্ড গঠনে অনুদান সংগ্রহের প্রতি গুরুত্ব দেন। এরপর তিনি উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মাস্ক, গ্লাভস্ ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করেন। সভায় বক্তব্য রাখেন, মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী, কৃষি কর্মকর্তা নয়ন মনি সূত্রধর, মৎস্য কর্মকর্তা মো. শামসুল আলম, প্রকৌশলী কাজী কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসাইন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, বন কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারবিন মিলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিন্টুসহ অন্যান্য কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী, মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, আলহাজ্ব সফিকুল ইসলাম মীর, আলহাজ্ব কবির হোসেন, মনির হোসেন গাজী, জলিলুর রহমান মির্জা দুলাল, রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন বাচ্চু, জাকির হোসেন লিটু ও খোরশেদ আলম বকাউলসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপপস্থিত ছিলেন।