• শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

কচুয়ায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

আপডেটঃ : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
চাঁদপুরের কচুয়া পৌর বাজারে নারু ভৌমিক প্লাজার ২য় তলায় উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহাজাহন শিশির।
আইএফআইসি ব্যাংকের কচুয়া শাখার ব্যবস্থাপক উজ্জ্বল মজুমদাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইএফআইসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. সেলিম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল আহমেদ, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. জাকির হোসেন বাটা, পৌর কাউন্সিলর মো. শরিফ আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণিভূষন মজুমদার তাপু, কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মানিক ভৌমিক, কবি ও সাংবাদিক আলী আক্কাস তালুকদার প্রমুখ।
এসময় কচুয়া বাজারের ব্যবসায়ীবৃন্দ, সুধীজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…