• মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

মতলব উত্তরে জাটকা রক্ষা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির আলোচনা সভা

আপডেটঃ : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

 

মনিরুল ইসলাম মনির :
চাঁদপুরের মতলব উত্তর জাটকা রক্ষা সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মো. জামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল উদ্দিন বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে আমাদের জাটকা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। জাটকা মাছ নিধনরোধ করতে পারলে বাংলাদেশ ইলিশের প্রাচুর্যে ভরে যাবে। নিষেধাজ্ঞার এই সময়টাতে কোন অবস্থাতেই জাটকা ইলিশ ধরা যাবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ জাটকা মাছ ধরতে নদীতে নামলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, জাতীয় সম্পদ ইলিশের পোনা জাটকা রক্ষায় কাউকেই ছাড় দেয়া যাবে না। কেননা ইলিশের বাড়ি চাঁদপুর নামে খ্যাত অর্জন করেছে। ইলিশের কারণে সারা বিশ্বে চাঁদপুরকে চিনে। যদি ইলিশ না থাকে তাহলে ইলিশের বাড়ি বলা শোভা পাবে না। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সকলকে ঐক্যবদ্ধভাবে জাটকা নিধনরোধে কাজ করার আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টাস্কফোর্স কমিটির সভাপতি এএম জহিরুল হায়াত এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্ল্যাহ সরকার, কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. নাসির উদ্দিন, সাংবাদিক মনিরুল ইসলাম মনির, মো. দ্বীন ইসলাম, জাকির হোসেন বাদশা, এসআই সাজু রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন, কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আ. মতিন, লিফ হারুন অর রশিদ, মো. ইসমাইল হোসেন, মো. শাহীন, নজরুল ইসলাম।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…