• বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

চাঁদপুরে কাউন্সিলর প্রার্থী আলমগীর বাবুর উপর হামলা মোটর সাইকেলে আগুন

আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

 

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ডে উটপাখি মার্কার কাউন্সিলর প্রার্থী মোঃ আলমগীর হোসেন বাবুর উপর অতর্কিত হামলা চালিয়ে তার ব্যবহৃত মোটর সাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।১০ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ৮নং ওয়ার্ডের কোরালিয়া রোডস্থ শৈয়াল বাড়ী রোডে এ নেক্কারজনক হামলার ঘটনা ঘটে।স্থানীয়রা সাংবাদিকদের জানান,সন্ধ্যায় ১৫/২০ জনের একদল বিপদগামী যুবক দেশীয় অস্ত্র নিয়ে শৈয়ালবাড়ী রোডে আসে।এ সময় তারা এলাকার সৎ,যোগ্য,নির্ভীক উটপাখি মার্কার কাউন্সিলর প্রার্থী মোঃ আলমগীর হোসেন বাবুর পথ অবরুদ্ধ করার অপচেষ্টা চালায়।পরে আলমগীর বাবু ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে ওই বিপদগামী যুবকরা তাকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে ও নানারকম গালমন্দ শুরু করে।স্থানীয়রা সাংবাদিকদের আরো জানান,উটপাখি মার্কার কাউন্সিলর প্রার্থী মোঃ আলমগীর হোসেন বাবু যখন তার ব্যবহৃত মোটর সাইকেলটি রাস্তার একপাশে রেখে তার নির্বাচনী ক্যাম্পে যান।ঠিক ঐ মুহুর্তে ওই বিপদগামী যুবকদের কয়েকজন এগিয়ে এসে তার মোটরসাইকেলটিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।তবে স্থানীয়রা এমন ঘটনা দেখলেও ভয়ে ওই বিপদগামী যুবকরা কারা ছিলো, তাদের নাম বলতে সাহস করেননি।এ ব্যপারে উটপাখি মার্কার কাউন্সিলর প্রার্থী মোঃ আলমগীর হোসেন বাবু সাংবাদিকদের জানান,এলাকার উন্নয়নকে এগিয়ে নিতে ওয়ার্ডবাসীর দাবীর প্রেক্ষিতে নির্বাচনে উটপাখি মার্কা নিয়ে কাউন্সিলর পদে প্রার্থীতা করছি।যা একজন ভূমিদস্যু,চাঁদাবাজ,চিহ্নিত অপরাধীর পছন্দ হচ্ছে না।সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে প্রাণে মেরে ফেলার জন্য অপচেষ্টা চালিয়েছে।’রাখে আল্লাহ মারে কে’ ঠিক তেমনি আমি স্থানীয়দের মাধ্যমে প্রাণে রক্ষা পাই।তিনি সাংবাদিকদের আরো জানান,সন্ধ্যায় ব্লাকবোর্ড মার্কার প্রার্থী হেলাল হোসেনের নেতৃত্বে ওই বিপদগামী সোহেল বেপারী,পলাশ বেপারী,আশিক,তাজমীর বেপারী,সুমন পাটোয়ারী,রাসেল বকাউল,সাগর ও অজ্ঞাত আরো ৫০/৬০ জন সহ তাদের একটি সংঘবদ্ধ যুবকদল আমাকে প্রাণে মেরে ফেলতে চেষ্টা করে।সেটি না পেরে ওরা আমার ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।এ সময় মোটরসাইলে রাখা ছোট একটি ব্যাগে থাকা আমার নির্বাচনী প্রয়োজনীয় লিফল্যাট,ব্যণার ও আরো নানা সরঞ্জাম ক্রয় ও পারিবারিক খরছের জন্য রাখা প্রায় ১ লক্ষ ৩০ হাজার ওরা লুট করে নিয়ে গেছে।টাকা নেওয়া শেষে পেট্রোল ঢেলে মোটরসাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।আমি এ ঘটনার সুষ্ঠু সমাধান পেতে জেলা আওয়ামীলীগ,জেলা নির্বাচন অফিস,পুলিশ প্রশাসন সহ সচেতনমহল মহলের সহযোগিতা কামনা করছি।পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার পক্রিয়া করছি।তবে এ ব্যপারে ব্লাকবোর্ড মার্কার কাউন্সিলর প্রার্থী হেলাল হোসেনের তাৎক্ষনিক কোন বক্তব্য পাওয়া যায়নি।তবে এ ব্যপারে চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) মোহাম্মদ হারুনুর রশীদ সাংবাদিকদের জানান,ঘটনার খবর জানামাত্র ঘটনাস্থলে পৌঁছেছি।সেখানে একটি মোটরসাইকেল আগুনে পুড়তে দেখেছি।আমরা বিষয়টি অতিগুরুত্ব সহকারে দেখছি।এ ব্যপারে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন সাংবাদিকদের জানান,ঘটনা জানামাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এলাকায় ওই ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করায় পুলিশের একটি টিম রাতে ওখানে বেশকিছুক্ষণ অবস্থান করেছে।যেকোন সহিংসতা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।এদিকে নির্বাচনের পূর্বে এ ধরনের সহিংসতা ও দস্যুতা পূর্ণ আচরণ সাধারণ মানুষের প্রতি আতঙ্ক সৃষ্টি করছে বলে মনে করছেন সচেতনমহল।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…