• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

শাহরাস্তি শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও কাঁকৈরতলা গোলাম কিবরিয়া মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায়

আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০

মোঃ জামাল হোসেনঃ
শেখ ফজিলাতুন্নেছা মুজিব আলিম মাদ্রাসাঃ
শাহরাস্তির শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা আলিম মাদ্রাসা দাখিল পরীক্ষা ২০২০ইং পরীক্ষার্থীদের দোয়া উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি মাদ্রাসার আয়োজনে মাদ্রসার মাঠে প্রয়াত শিক্ষক মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী ও পরীক্ষার্থী উদ্দ্যেশে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রসার পরিচালনা কমিটির সভাপতি ও টামটা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টামটা উত্তর ইউপির চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি। মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ নাজমুল আলমের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন- জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ কামাল হোসেন, ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা ও পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওঃ মোঃ আমিনুল ইসলাম, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, আইসিটি প্রভাষক মোঃ পারভেজ হোসেন। এই সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রসার সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন তোমরা যারা ২০২০ সালের দাখিল পরীক্ষা এ মাদ্রাসা থেকে অংশগ্রহণ করতে যাচ্ছো আমরা তোমাদের সাফল্য কামনা করছি। তোমরা দাখিল পরীক্ষায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা আলিম মাদ্রাসা যেন সুনাম বয়ে আনতে পারো সে দিকে দৃষ্টি রেখে ভালোভাবে পরীক্ষায় অংশ গ্রহন করবে। তোমরা একদিন এ মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে এদেশের অগ্রনী ভুমিকা পালন করবে।

কাঁকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসাঃ
শাহরাস্তির কাঁকৈরতলা গোলমা কিবরিয়া দাখিল মাদ্রাসা দাখিল পরীক্ষা ২০২০ইং পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি মাদ্রাসার আয়োজনে মাদ্রসার মাঠে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ জিয়াউল কবির দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইব্রাহিম মাহবুব। মাদ্রাসার সহকারী শিক্ষক মাওঃ মোঃ বিল্লাল হোসাইনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমদাদুল হক মিলন। মাদ্রাসা সুপার মোঃ জহুরুল হক তার বক্তব্যে বলেন- জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ সালে উপজেলা পর্যায়ে অত্র মাদ্রাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে অর্জন করেন। এছাড়াও স্থানীয় সংসদ মেজর (অব:) রফিকুল ইসলাম বীরউত্তম, এমপির প্রচেষ্টা মাদ্রাসার উন্নয়নের দ্বারা অব্যাহত রয়েছে এবং মাদ্রাসার একাডেমিক ভবনের জন্য একটি ডিও লেটার দিয়েছেন। এই সময় আরো বক্তব্য রাখেন- মোঃ আবু জাফর রানা, আ’লীগ নেতা মোঃ ইউনুছ, সহকারী সুপার মোঃ হারুনুর রশিদ, অভিভাবক সদস্য মোঃ হাবিব উল্যা, গাজী জুনায়েত, মোঃ রুহুল আমিন, মোঃ মহিন উদ্দিনসহ মাদ্রসার সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন তোমরা যারা ২০২০ সালের দাখিল পরীক্ষা এ মাদ্রাসা থেকে অংশগ্রহণ করতে যাচ্ছো আমরা তোমাদের সাফল্য কামনা করছি। তোমরা দাখিল পরীক্ষায় কাঁকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসার যেন সুনাম বয়ে আনতে পারো সে দিকে দৃষ্টি রেখে ভালোভাবে পরীক্ষায় অংশ গ্রহন করবে। তোমরা একদিন এ মাদ্রাসা শিক্ষা গ্রহণ করে এদেশের অগ্রনী ভূমিকা পালন করবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…