মানব খবর নিউজঃ
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টা নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়
বুধবার (২৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আলাউদ্দিন এ আদেশে স্বাক্ষর করেন। নির্বাচন কমিশনের (ইসি) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিল নৌপরিবহন মন্ত্রণালয়।
আদেশে বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের (১ ফেব্রুয়ারি) আগের মধ্যরাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ ও ইঞ্জিন চালিত সব ধরনের নৌযান (ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ, তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ছাড়া) এবং স্পিটবোড চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য জেলা প্রশাসক, ঢাকা/সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে ক্ষমতা অর্পণ করা হলো।
মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে চাঁদপুর-ঢাকার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন চাঁদপুর লঞ্চঘাটের লঞ্চ মালিক প্রতিনিধি রহমান মিয়া। তিনি বলেন আমরাও এই আদেশের আওতার বাহিরে না। তবে এই বিষয়ে হয়তো বিআইডাব্লিউটিএ চাঁদপুর থেকে কোন নির্দেশনা থাকতে পারে।