নিজস্ব প্রতিনিধি॥
দৈনিক ইলশেপাড় পত্রিকা’র হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মো. হাবীবউল্যাহ’র পিতা হারুন অর রশিদের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিন সকাল ৯.২০টায় তিনি নিজ বাড়ীতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ. স. ম. মাহবুব-উল আলম লিপন।
মরহুমের জানযার নামাজের পূর্বে টেলিফোনে স্মৃতিচারণ করেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ. স. ম. মাহবুব-উল আলম লিপন, কাউন্সিলর এমরান হোসেন মুন্সি, আলহাজ¦ আবু বকর ছিদ্দিক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন কাজী, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, দৈনিক ইলশেপাড় পত্রিকার সার্কুলেশান ম্যানেজার মো. আবরার হোসেন।
জানাযার নামাজে হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ গণ্যন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাযার নামাজে ইমামত করেন মাওলানা বিল্লাল হোসেন আলকাদের এবং মোনাজাত পরিচালনা করেন আবুল হোসেন আনোয়ারী।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com