• শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

শাহরাস্তি দক্ষিণ ছাত্রসেনার চার দশক পূর্তিতে আলোচনা সভা

আপডেটঃ : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০

শাহরাস্তি প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উপজেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত সংগঠনের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে ক্যারিয়ার গাইড লাইন ও আলোচনা সভার করা হয়। ২১ই জানুয়ারী নরিংপুর দরবারে রহমানিয়া নেছারিয়া মাদ্রাসা হল মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উপজেলা দক্ষিণে সভাপতি মুহাম্মদ নুরে আলম ফরাজীর সভাপতিত্বে ও মুহাম্মদ রাজিব হোসাইনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি.এইচ.ডি গবেষক আইচি,মেডিকেল ইউনিভার্সিটি,জাপান ও সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের ডা.মুহাম্মদ শরীফ মহিউদ্দিন।

অনুষ্ঠান উদ্ভোধন করেন সভাপতি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলা আল্লামা রফিকুল ইসলাম সাহেব, প্রধান বক্তা ছিলেন ছাত্রনেতা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি, আব্দুল্লাহ আল আমিন সাকী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, চাঁদপুর জেলা মুহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা শাহরাস্তি উপজেলা মুহাম্মদ এয়াকুব হোসাইন, সাবেক ছাত্রনেতা শাহরাস্তি উপজেলা শাখার মুহাম্মদ মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা শাহরাস্তি উপজেলা মুহাম্মদ আলামুল হুদা জুনায়েদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কুমিল্লা মহানগর সভাপতি মুহাম্মদ জাবের হোসাইন, সহ-সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা মুহাম্মদ বাদরুদোজ্জা, বিশেষ অতিথি উপস্থিত ছিলেনঃ- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলা সাধারণ সম্পাদক হযরত মাওঃ ইব্রাহিম খলিল, বাংলাদেশ ইসলামী যুবসেনা শাহরাস্তি উপজেলা সহ-সভাপতি হাফেজ খোরশেদ আলম, দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ অধিদপ্তর কর্মকর্তা, মুহাম্মদ শফিকুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন সভাপতি, হাফেজ সানাউল্লাহ নুরী, ক্যারিয়ার গাইড লাইন ও আলোচনা সভায় শত শত ছাত্রদের মাঝে বক্তারা বলেন শান্তির ধর্ম ইসলাম কে প্রচার প্রসার করতে বাংলাদেশ ইসলামী ছাত্রসনোর বিকল্প নেই।

 

ছাত্রসেনা একটি আদর্শিক রাজনৈতিক দল এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালের ২১ই জানুয়ারী। এবং বাংলাদেশর বিভিন্ন সময় সন্ত্রাস,জঙ্গিবাদ, নাস্তিকতা, ধর্মবিরোধিতাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিলেন। দেশের সকল, স্কুল,মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা পড়াশোনা ঠিক রেখে আদর্শ রাজনীতির করবে। নৈতিকতা, ব্যক্তিত্ব, সুস্থ মস্তিষ্কের বিকাশের মাধ্যমে এ জাতিকে এগিয়ে নেওয়ার আহবান জানান।

 

অনুষ্ঠান শেষে আখেরী মোনাজাত করে দেশ জাতির জন্য দোয়া করেন শায়খ আল্লামা নেছার উদ্দিন সাহেব। অত্র দরবারে শাহেবজাদা, অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মুহাম্মদ রাজিব হোসাইন, মুহাম্মদ মানিক হোসাইন, মুহাম্মদ আজাদ হোসাইন, মুহাম্মদ ইসমাইল হোসাইন, মুহাম্মদ মুকবুল হোসাইন, মুহাম্মদ ওয়াহিদুল ইসলাম, হাফেজ আঃ মান্নান, মুহাম্মদ সবুজ হোসেন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…