• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন

প্রবাসী স্বামীর সাথে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

আপডেটঃ : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরের হাজীগঞ্জে প্রবাসী স্বামীর সাথে মোবাইল ফোনে ঝগড়া করে অভিমানে গৃহবধুর আত্নহত্যা করেছে। মঙ্গলবার (২১ জানুয়ারী) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধু হিরণ (৩৫) উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচই দিঘির বাড়ীর কুয়েত প্রবাসি আলমগীর হোসেনের স্ত্রী।

 

নিহত গৃহবধুর ভাসুর সেলিম জানান, পারিবারিক কলহের জের ধরে হিরণ ঘরে থাকা ইঁদুরের বিষ পান করে। তার বড় ছেলে রাজশাহী ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের অধ্যায়নরত ছাত্র ফরহাদ তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাতে গৃহবধু হিরন মৃত্যুবরণ করেন।

 

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহত গৃহবধু লাশ থানায় নিয়ে আসা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…